শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

২০১৫ বিশ্বকাপে পাকিস্তান দলের মিয়াঁদাদ হতে চান ইউনুস খান

মিডল অর্ডার ব্যাটসম্যান ইউনুস খান বলেছেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপে দলের জাভেদ মিয়াঁদাদ হতে চান তিনি।
অসুস্থতা ও ইনজুরি নিয়েও ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের ব্যাটিং স্তম্ভ ছিলেন মিয়াঁদাদ।
সম্প্রতি ইউনুসের পারফরমেন্স বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়াটা নিশ্চিত করেছে। দীর্ঘ সফরের উদ্দেশ্যে পাকিস্তান দলের সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জাতীয় দল নির্বাচকরা যা এড়িয়ে গেছেন।
আরএলসিএ গুলবার্গ গ্রাউন্ডে গণমাধ্যমকে ইউনুস বলেন, ‘আসন্ন বিশ্বকাপে আমি নিজের জন্য একটা ভূমিকা স্থির করেছি। ১৯৯২ বিশ্বকাপে মিয়াঁদাদ যেভাবে খেলে পুরো দলের স্তম্ভে পরিণত হয়েছিলেন, আসন্ন বিশ্বকাপে আমি তার পদাঙ্ক অনুসরণ করতে চাই।’
‘একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আসন্ন এই মেগা ইভেন্টে আমি আমার দল, দেশ ও জাতির জন্য অবদান রাখতে চাই।’
২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ইউনুসকেও তার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।
তিনি বলেন, ‘আমার অবসরের পরিকল্পনা আমার মনের মধ্যে আছে। তবে এখনই আমি তা প্রকাশ করতে চাই না। কেননা এটা অযথা আমার উপড় চাপ সৃষ্টি করবে।’
পেশোয়ারে তালেবান হামলার শিকার হওয়া পরিবারগুলোর জন্য নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা কিছু অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে বলেও জানান ৩৭ বছর বয়সী ইউনুস।
গত ১৬ ডিসেম্বর পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবানদের হামলায় ১৩২ জন ছাত্র-ছাত্রীসহ মোট ১৪১ ব্যাক্তি প্রাণ হারিয়েছে এবং এ ঘটনা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে।
‘পাকিস্তানের মত নিউজিল্যান্ড এ মর্মান্তি ঘটনায় দুঃখিত’ ব্যাখ্যা করে ইউনুস বলেন, ‘অধিনায়ক কেন ইউলিয়ামসন ওয়ানডে সিরিজে তার পাওয়া ম্যাচ ফি’র পুরোটা এবং পেসার এডাম মিলনেও তার এক ম্যাচ ফির অর্থ দান করেছেন।’
‘এ ছাড়া নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বড় দুটি কিট ব্যাগও আমার কাছে দেয়া হয়েছে।’ স