কালের পোশাক শ্রমিকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর দারুসসালাম থানার বাতেন নগর এলাকায় নির্মাণাধীন একটি ভবনে রবিবার রাতে ওই শ্রমিককে (২০) ধর্ষণ করা হয়। দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) এস এম কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই শ্রমিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে লালকুঠি এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো- ফয়সাল ওরফে গোগা ফয়সাল (২৩), তুষার (২১), আশিক মাহমুদ (২৪), রাসেল (২১) ও সানি ওরফে রুবেল (২২)। তিনি আরো জানান, ওই পোশাকশ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে কাওসার আহমেদ জানান, প্রেমিক জনি রবিবার রাতে ওই শ্রমিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাতেন নগর এলাকায় নির্মাণাধীন একটি ভবনে জনিসহ আটজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। ওই ঘটনায় দারুসসালাম থানায় সোমবার রাতে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। ওই পোশাকশ্রমিকের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা তাকে নানাভাবে ভয় দেখিয়ে আসছে। পরিদর্শক (তদন্ত) এস এম কাওসার আহমেদ জানান, প্রেমিক জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযোগ প্রসঙ্গে কাওসার আহমেদ জানান, প্রেমিক জনি রবিবার রাতে ওই শ্রমিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাতেন নগর এলাকায় নির্মাণাধীন একটি ভবনে জনিসহ আটজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। ওই ঘটনায় দারুসসালাম থানায় সোমবার রাতে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। ওই পোশাকশ্রমিকের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা তাকে নানাভাবে ভয় দেখিয়ে আসছে। পরিদর্শক (তদন্ত) এস এম কাওসার আহমেদ জানান, প্রেমিক জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।