কালের কন্ঠ কমিল্লা দেবিদ্বার উপজেলার সানানগর গ্রামের শাহজাহানের ছেলে মাদকসেবি মো. ছফিউল্যাকে (২১) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে ছফিউল্যাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব দাউদ হোসেন চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট তাকে এ কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. ছফিউল্যাকে সানানগর এলাকা হতে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে। সে মাদক সেবন করা ছাড়াও এলাকায় অপকর্ম করে আসছে। পরে আজ রবিবার দুপুরে আসামি ছফিউল্যাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব দাউদ হোসেন চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। -