রাণীনগর ( নওগাঁ ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষনের ব্যার্থ চেষ্টার সময় রিয়াজ উদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে, পুলিশে সোর্পদ করেছে স্হানীয় জনতা। এঘটনায় শিশুটির মা বাধী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্হানীয়রা জানায়,গত মঙ্গলবার দুপুরে উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত লবেন প্রাং এর ছেলে ভ্যান চালক রিয়াজ উদ্দীন ( ৬৫ ) পার্শ্ববতি একডালা গ্রামের জনৈক ব্যাক্তির শিশু কন্যা (৭) কে দোকান থেকে বিস্কুট কিনে দিয়ে ভ্যান যোগে রাস্তার পার্শে একটি পরিত্যাক্ত ঘড়ে নিয়ে যায়।সেখানে বৃদ্ধ ভ্যান চালক শিশুকে ধর্ষনের ব্যার্থ চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করতে থাকলে স্হানীয় লোকজন ছুটে এসে বৃদ্ধকে হাতে_নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আটক বৃদ্ধকে ১৮/০২/.২০১৫ইং বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।