রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫

স্বরুপকাঠিতে বন্ধুক যুদ্ধে পেট্রোল বোমা বহনকারী এক সন্ত্রসী নিহত।

স্বরুপকািঠি(পিরোজপুর)প্রতিনিধি,
স্বরুপকাঠিতে বন্ধুক যুদ্ধে মো:বাচ্চু ২৬ নামে ঢাকার সাভার এলাকার এক সন্ত্রাসী নিহত হয়েছে।
গতকাল শনিবার ভোর রাতে স্বরুপকাঠি ফেরীঘাট সংলগ্ন চরে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানাগেছে,শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার জগৎপট্রি গ্রামের ভিতর দিয়ে সন্ত্রাসী বাচ্চু স্বরুপকাঠি বাজারের দিকে যাওয়ার পথে এলাকাবাসীর সন্দেহ হয়।পরে স্হানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তাল্যাশী করে ব্যাগের মধ্যে থেকে এক বোতল পেট্রোল বোমাসহ বাচ্চুকে আটক করে পুলিশে খবর দেয়।পুলিশ বাচ্চুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় পৌর্র বিএনপির ৭নং ওয়াড সভপতি মাও: মো:দেলোয়ার হোসেন টাকার বিনিময়ে তাকে স্বরুপকাঠি বাজার এবং বাসষ্ট্যান্ডে দাড়িয়ে বাসে আগুন দেবার জন্য সাভার থেকে ভাড়া করে এনেছেন।পরে বাচ্চুর দেয়া তথ্য আনুযায়ী পুলিশ মজুত পেট্রোল বোমা উদ্ধারের জন্য গভীর রাতে বাচ্চুকে নিয়ে বাসষ্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাটে গেলে সেখানে ওৎ পেতে থাকা বাচ্চুর সহযোগীরা পুলিশে র উপর গুলি চালায় একপর্যায়ে গোলাগুলির মধ্যে বাচ্চু গুলিবিদ্ধ হয় এবং একই সময় পুলিশের এসআই মামুনর রশিদ পল্টন ও কনেষ্টবল বাবলু আহত হয়।ঘটনাস্হল থেকে দুইটি ককটেলও ২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ ।পরে পুলিশ গুলিবিদ্ধ বাচ্চুকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপেক্ল্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।নিহত বাচ্চু উপজেলার আউরিয়া গ্রামের মো: আব্দুল জব্বারের ছেলে এবং ঢাকার সাভার এলাকার বসবাস করনে।এ ঘটনায় পুলিশ মাও:দেলোয়ার হোসেনকে আটক করেন।