৯ জুলাই : মূসক ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভ্যন্তরীণ রাজস্ব আহরণে মূল্য সংযোজন কর (মূসক) গুরুত্বপূর্ণ অবদান রাখছে
national human rights crime reporters foundation
শুক্রবার, ১০ জুলাই, ২০১৫
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫
রাণীনগরে শিশু ধর্ষনের ব্যার্থ চেষ্টার সময় বৃদ্ধকে আটক করে, পুলিশে সোর্পদ
রাণীনগর ( নওগাঁ ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষনের ব্যার্থ চেষ্টার সময় রিয়াজ উদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে, পুলিশে সোর্পদ করেছে স্হানীয় জনতা। এঘটনায় শিশুটির মা বাধী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্হানীয়রা জানায়,গত মঙ্গলবার দুপুরে উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত লবেন প্রাং এর ছেলে ভ্যান চালক রিয়াজ উদ্দীন ( ৬৫ ) পার্শ্ববতি একডালা গ্রামের জনৈক ব্যাক্তির শিশু কন্যা (৭) কে দোকান থেকে বিস্কুট কিনে দিয়ে ভ্যান যোগে রাস্তার পার্শে একটি পরিত্যাক্ত ঘড়ে নিয়ে যায়।সেখানে বৃদ্ধ ভ্যান চালক শিশুকে ধর্ষনের ব্যার্থ চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করতে থাকলে স্হানীয় লোকজন ছুটে এসে বৃদ্ধকে হাতে_নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আটক বৃদ্ধকে ১৮/০২/.২০১৫ইং বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫
স্বরুপকাঠিতে আওয়ামীলীগের মানববন্ধন কর্মসুচী পালিত
¯^iƒcKvVx cÖwZwbwa
‡K›`ªxq
Kg©myPxi Ask wn‡m‡e ¯^iƒcKvwV‡Z AvIqvgxjx‡Mi D‡`¨v‡M wewfbœ †kªbx †ckvi gvby‡li
mgš^‡q gvbeeÜb Kg©myPx cvwjZ n‡q‡Q| MZKvj †iveevi we‡K‡j ¯^iƒcKvwV e›`i I
B›`yinvU e›`‡i G gvbeeÜb Kg©myPx cvwjZ nq| gvbeeÜb Kg©myPx‡Z e³e¨ iv‡Lb AvIqvgxjxM
†bZv ‰mq` knx`yj Avnmvb, Avãyj nvwg`, kIKZ AvKei, jvfjy Avn‡g`, wR,Gg Kwei, ‡gvt
dvi“K †nv‡mb, Avãym mvjvg wmK`vi. ûgvqyb Kwei, hyejx‡Mi hyM¥ AvnŸvqK wkwki
Kg©Kvi, ‡mv‡nj cvi‡fR, ZvbwRg Avn‡¤§`, AbyR AvPvh¨, †gv. dvi“K †nv‡mb cÖgyL|
স্বরুপকাঠিতে ১১ কি:মি: খাল খনন কর্মসুচীর উদ্বোধন
¯^iƒcKvVx cÖwZwbwa
¯^iƒcKvwVi
¸qv‡iLv BDwbq‡b 11 wKt wgt Lvj Lbb Kg©myPxi D‡Øvab K‡ib wc‡ivRcyi-1 Avm‡bi msm`
m`m¨ AvjnvR¡ exi gyw³‡hv×v G,†K,Gg,G,AvDqvj| MZ kwbevi we‡K‡j evUbvZjv mvaK
evwoi Lv‡jমাটি কেটে এ খনন কাজের উদ্বোধন
স্বরুপকাঠিতে বন্ধুক যুদ্ধে পেট্রোল বোমা বহনকারী এক সন্ত্রসী নিহত।
স্বরুপকািঠি(পিরোজপুর)প্রতিনিধি,
স্বরুপকাঠিতে বন্ধুক যুদ্ধে মো:বাচ্চু ২৬ নামে ঢাকার সাভার এলাকার এক সন্ত্রাসী নিহত হয়েছে।
স্বরুপকাঠিতে বন্ধুক যুদ্ধে মো:বাচ্চু ২৬ নামে ঢাকার সাভার এলাকার এক সন্ত্রাসী নিহত হয়েছে।
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫
শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫
খালেদা জিয়া অবরুদ্ধ
রাত ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাংবাদিকদের জানান, অসুস্থ রিজভীকে দেখতে খালেদা জিয়া রাত সাড়ে ১১টার দিকে গুলশান কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ গুলশানের কার্যালয় ঘিরে রাখে।
শিমুল বিশ্বাস আরো জানান, পরে খালেদা জিয়া বাসায় যেতে চাইলেও পুলিশ নিষেধ করে। কিন্তু এরই মধ্যে খালেদা জিয়া কার্যালয়ের দোতলা থেকে নিচে নেমে এসে গাড়িতে আধাঘণ্টা বসে থাকলেও পুলিশ গাড়িবের হতে দেয়নি। পরে খালেদা জিয়া আবার কার্যালয়ে ফিরে যান।
রাত দেড়টার দিকে খালেদা জিয়ার গৃহপরিচারিকা তাঁর প্রয়োজনীয় জিনিসপত্রের দুটি লাগেজ নিয়ে গুলশান কার্যালয়ে প্রবেশ করে। খালেদা রাতে কার্যালয়েই অবস্থান নিয়ে থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
রাত ২টার দিকে সেলিমা রহমান, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, রেহানা আক্তার রানু, রাশেদা আক্তার হীরা, নিলুফার আক্তার মনিসহ মহিলা দলের কয়েকজন নেত্রী গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাঁরা বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। থাকলে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এভাবে বাধা দেওয়া হতো না। তাঁরা জানান, যত কিছুই করা হোক ৫ জানুয়ারির সমাবেশ হবেই। সর্বশেষ রাত ২টার দিকে এক প্লাটুন মহিলা পুলিশসহ চার-পাঁচ প্লাটুন পুলিশ খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘিরে রাখতে দেখা গেছে। বাসায় যাওয়ার পথটি ছাড়া গুলশান কার্যালয় থেকে অন্য কোথাও বের হওয়ার সবগুলো রাস্তা পুলিশের গাড়ি রেখে বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশের গুলশান জোনের উপকমিশনার লুত্ফুল কবীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অফিস ও বাসভবন এলাকায় এমনিতেই বাড়তি নিরাপত্তা দেওয়া হয়। তবে ৫ জানুয়ারিকে কেন্দ্র করে গত রাতে আরো বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এটা রুটিন ওয়ার্ক।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে বিএনপি কৌশল নিয়েছিল। রিজভীকে দেখার নাম করে খালেদা জিয়া পল্টনে বিএনপি কার্যালয়ে গিয়ে অবস্থান নিয়ে থাকবেন এমন খবর ছিল তাদের হাতে। এ কারণেই খালেদা জিয়াকে যেতে দেওয়া হয়নি। -
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪
দেবিদ্বারে মাদকসেবীর ছয় মাসের জেল
কালের কন্ঠ কমিল্লা দেবিদ্বার উপজেলার সানানগর গ্রামের শাহজাহানের ছেলে মাদকসেবি মো. ছফিউল্যাকে (২১) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে ছফিউল্যাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব দাউদ হোসেন চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট তাকে এ কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. ছফিউল্যাকে সানানগর এলাকা হতে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে। সে মাদক সেবন করা ছাড়াও এলাকায় অপকর্ম করে আসছে। পরে আজ রবিবার দুপুরে আসামি ছফিউল্যাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব দাউদ হোসেন চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। -
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
২০১৫ বিশ্বকাপে পাকিস্তান দলের মিয়াঁদাদ হতে চান ইউনুস খান
মিডল অর্ডার ব্যাটসম্যান ইউনুস খান বলেছেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপে দলের জাভেদ মিয়াঁদাদ হতে চান তিনি।
অসুস্থতা ও ইনজুরি নিয়েও ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের ব্যাটিং স্তম্ভ ছিলেন মিয়াঁদাদ।
সম্প্রতি ইউনুসের পারফরমেন্স বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়াটা নিশ্চিত করেছে। দীর্ঘ সফরের উদ্দেশ্যে পাকিস্তান দলের সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জাতীয় দল নির্বাচকরা যা এড়িয়ে গেছেন।
আরএলসিএ গুলবার্গ গ্রাউন্ডে গণমাধ্যমকে ইউনুস বলেন, ‘আসন্ন বিশ্বকাপে আমি নিজের জন্য একটা ভূমিকা স্থির করেছি। ১৯৯২ বিশ্বকাপে মিয়াঁদাদ যেভাবে খেলে পুরো দলের স্তম্ভে পরিণত হয়েছিলেন, আসন্ন বিশ্বকাপে আমি তার পদাঙ্ক অনুসরণ করতে চাই।’
‘একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আসন্ন এই মেগা ইভেন্টে আমি আমার দল, দেশ ও জাতির জন্য অবদান রাখতে চাই।’
২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ইউনুসকেও তার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।
তিনি বলেন, ‘আমার অবসরের পরিকল্পনা আমার মনের মধ্যে আছে। তবে এখনই আমি তা প্রকাশ করতে চাই না। কেননা এটা অযথা আমার উপড় চাপ সৃষ্টি করবে।’
পেশোয়ারে তালেবান হামলার শিকার হওয়া পরিবারগুলোর জন্য নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা কিছু অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে বলেও জানান ৩৭ বছর বয়সী ইউনুস।
গত ১৬ ডিসেম্বর পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবানদের হামলায় ১৩২ জন ছাত্র-ছাত্রীসহ মোট ১৪১ ব্যাক্তি প্রাণ হারিয়েছে এবং এ ঘটনা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে।
‘পাকিস্তানের মত নিউজিল্যান্ড এ মর্মান্তি ঘটনায় দুঃখিত’ ব্যাখ্যা করে ইউনুস বলেন, ‘অধিনায়ক কেন ইউলিয়ামসন ওয়ানডে সিরিজে তার পাওয়া ম্যাচ ফি’র পুরোটা এবং পেসার এডাম মিলনেও তার এক ম্যাচ ফির অর্থ দান করেছেন।’
‘এ ছাড়া নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বড় দুটি কিট ব্যাগও আমার কাছে দেয়া হয়েছে।’ স
অসুস্থতা ও ইনজুরি নিয়েও ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের ব্যাটিং স্তম্ভ ছিলেন মিয়াঁদাদ।
সম্প্রতি ইউনুসের পারফরমেন্স বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়াটা নিশ্চিত করেছে। দীর্ঘ সফরের উদ্দেশ্যে পাকিস্তান দলের সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জাতীয় দল নির্বাচকরা যা এড়িয়ে গেছেন।
আরএলসিএ গুলবার্গ গ্রাউন্ডে গণমাধ্যমকে ইউনুস বলেন, ‘আসন্ন বিশ্বকাপে আমি নিজের জন্য একটা ভূমিকা স্থির করেছি। ১৯৯২ বিশ্বকাপে মিয়াঁদাদ যেভাবে খেলে পুরো দলের স্তম্ভে পরিণত হয়েছিলেন, আসন্ন বিশ্বকাপে আমি তার পদাঙ্ক অনুসরণ করতে চাই।’
‘একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আসন্ন এই মেগা ইভেন্টে আমি আমার দল, দেশ ও জাতির জন্য অবদান রাখতে চাই।’
২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ইউনুসকেও তার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।
তিনি বলেন, ‘আমার অবসরের পরিকল্পনা আমার মনের মধ্যে আছে। তবে এখনই আমি তা প্রকাশ করতে চাই না। কেননা এটা অযথা আমার উপড় চাপ সৃষ্টি করবে।’
পেশোয়ারে তালেবান হামলার শিকার হওয়া পরিবারগুলোর জন্য নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা কিছু অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে বলেও জানান ৩৭ বছর বয়সী ইউনুস।
গত ১৬ ডিসেম্বর পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবানদের হামলায় ১৩২ জন ছাত্র-ছাত্রীসহ মোট ১৪১ ব্যাক্তি প্রাণ হারিয়েছে এবং এ ঘটনা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে।
‘পাকিস্তানের মত নিউজিল্যান্ড এ মর্মান্তি ঘটনায় দুঃখিত’ ব্যাখ্যা করে ইউনুস বলেন, ‘অধিনায়ক কেন ইউলিয়ামসন ওয়ানডে সিরিজে তার পাওয়া ম্যাচ ফি’র পুরোটা এবং পেসার এডাম মিলনেও তার এক ম্যাচ ফির অর্থ দান করেছেন।’
‘এ ছাড়া নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বড় দুটি কিট ব্যাগও আমার কাছে দেয়া হয়েছে।’ স
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪
'ন্যাড়ি কুত্তার মতো পিটামু বিএনপির বড় নেতাদের' কালের কণ্ঠ অনলাইন
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নেড়ি কুত্তার মতো পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। আজ বুধবার সন্ধ্যা ছয়টা ৪৮ মিনিটে তাঁর ফেসবুকের পাতায় দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হুমকি দেন।
সিদ্দিকী নাজমুল আলম স্ট্যাটাস লেখেন, তিনদিনের মধ্যে ছবি বিশ্বাসের উপর হামলার জবাব দিব। ডাক্তার বলছিলো আরো কয়টা দিন থাকতে আর থাকতে পারলাম না কুকুরদের ঘেউ ঘেউয়ের কারণে। ন্যাড়ি কুত্তার মতো পিটামু বিএনপির বড় নেতাদের। নাজমুল বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসার জন্য অবস্থান করছেন বলে ছাত্রলীগের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
সিদ্দিকী নাজমুল আলম স্ট্যাটাস লেখেন, তিনদিনের মধ্যে ছবি বিশ্বাসের উপর হামলার জবাব দিব। ডাক্তার বলছিলো আরো কয়টা দিন থাকতে আর থাকতে পারলাম না কুকুরদের ঘেউ ঘেউয়ের কারণে। ন্যাড়ি কুত্তার মতো পিটামু বিএনপির বড় নেতাদের। নাজমুল বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসার জন্য অবস্থান করছেন বলে ছাত্রলীগের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪
পোশাকশ্রমিক গণধর্ষণ মামলায় গ্রেপ্তার ৫
কালের পোশাক শ্রমিকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর দারুসসালাম থানার বাতেন নগর এলাকায় নির্মাণাধীন একটি ভবনে রবিবার রাতে ওই শ্রমিককে (২০) ধর্ষণ করা হয়। দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) এস এম কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই শ্রমিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে লালকুঠি এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো- ফয়সাল ওরফে গোগা ফয়সাল (২৩), তুষার (২১), আশিক মাহমুদ (২৪), রাসেল (২১) ও সানি ওরফে রুবেল (২২)। তিনি আরো জানান, ওই পোশাকশ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে কাওসার আহমেদ জানান, প্রেমিক জনি রবিবার রাতে ওই শ্রমিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাতেন নগর এলাকায় নির্মাণাধীন একটি ভবনে জনিসহ আটজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। ওই ঘটনায় দারুসসালাম থানায় সোমবার রাতে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। ওই পোশাকশ্রমিকের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা তাকে নানাভাবে ভয় দেখিয়ে আসছে। পরিদর্শক (তদন্ত) এস এম কাওসার আহমেদ জানান, প্রেমিক জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযোগ প্রসঙ্গে কাওসার আহমেদ জানান, প্রেমিক জনি রবিবার রাতে ওই শ্রমিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাতেন নগর এলাকায় নির্মাণাধীন একটি ভবনে জনিসহ আটজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। ওই ঘটনায় দারুসসালাম থানায় সোমবার রাতে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। ওই পোশাকশ্রমিকের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা তাকে নানাভাবে ভয় দেখিয়ে আসছে। পরিদর্শক (তদন্ত) এস এম কাওসার আহমেদ জানান, প্রেমিক জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)